জলাতঙ্কে আক্রান্ত যুবকের কামড়ে আহত ৬
প্রকাশিত হয়েছে : ৬:০২:২৯,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৪
শেরপুরে ইজাদুল (২৫) নামে এক জলাতঙ্কে আক্রান্ত যুবকের কামড়ে ৬ জন আহত হয়েছেন। পরে গ্রামের লোকজনের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিলে তিনি নিখোঁজ হন। আহতরা হলেন- আজাদুল (৪০), আজিজুল (৩৫), জাহিদুল (৩৫), আলপনা (৭), রাকিব (১৫) ও জান্নাত (৫)।
গতকাল শনিবার বেলা ১২টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জলাতঙ্কে আক্রান্ত নিখোঁজ ইজাদুল ওই এলাকার বিনোদপুর গ্রামের মৃত ছফের উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, বিনোদপুর গ্রামের মৃত ছফের উদ্দিনের ছেলে ইজাদুলকে বেশ কিছুদিন আগে কুকুরে কামড়ালে তিনি জলাতঙ্কে আক্রান্ত হন। পরিবারের লোকজন তার কোনো চিকিৎসা না করে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে। সকালে ইজাদুল শিকল ভেঙে বাড়ি থেকে বের হয়ে গ্রামের লোকজনকে কামড়াতে শুরু করে। বেলা ১২টার মধ্যে ইজাদুল ৬ জনকে কামড়িয়ে আহত করেন।
বিষয়টি গ্রামে জানাজানি হলে লোকজন লাঠিসোটা নিয়ে ইজাদুলকে ধাওয়া করে। লোকজনের ধাওয়া খেয়ে ইজাদুল বাঙালি নদীতে ঝাঁপিয়ে পড়লে নিখোঁজ হন।
এদিকে, ইজাদুলের কামড়ে আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বিকেল ৫টা পর্যন্ত নিখোঁজ ইজাদুলের সন্ধান পাওয়া যায়নি।