জমে উঠেছে সমরাস্ত্র প্রদর্শনী, প্রশিক্ষণ নিতে ব্যস্ত দর্শনার্থীরা
প্রকাশিত হয়েছে : ১:৫২:২৯,অপরাহ্ন ২৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক::
রাজধানীর পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে সমরাস্ত্র প্রদর্শনী ২০১৫। দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে এ প্রদর্শনী। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের ভিড় জমেছে এ প্রদর্শনীতে। আর প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে। প্রদর্শনীতে বিভিন্ন স্টলে রাখা হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ব্যবহৃত বিভিন্ন জিনিস ও বিভিন্ন মডেল। সমরাস্ত্র প্রদর্শনীতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসছেন আর ঘুরে দেখছেন প্রদর্শনীতে থাকা প্রতিটি স্টল।
সমরাস্ত্র প্রদর্শনীর মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই বাঁ পাশে স্পিডবোট। এরপরই ভেতরে রয়েছে প্রধান আকর্ষণ প্রদর্শনীর স্টল। প্রদর্শনীর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই বাঁ পাশে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর তথ্যকেন্দ্র এবং ডান পাশে রয়েছে সেনাবাহিনীর প্রশিক্ষণের কিছু সরঞ্জাম। দর্শনার্থীদের মধ্যে শিশু, কিশোর ও যুবকেরা অনেকেই ব্যস্ত হয়ে পড়েন সেই প্রশিক্ষণের সরঞ্জামাদি ব্যবহারে। তারা সমান্তরাল দড়ি বেয়ে ওপরে উঠছে, নিচে নামছে, লাফিয়ে গর্ত পার হচ্ছে। ঠিক যেন সেনাবাহিনীর প্রশিক্ষণ নিচ্ছে।
প্রদর্শনীর প্রতিটি স্টলেই দেখা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। অনেক কৌতূহল নিয়ে প্রতিটি স্টলেই দেখা গেছে দর্শনার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন সেখানে দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে। এসব স্টলে দায়িত্বে থাকা সদস্যরাও খুবই যত্নসহকারে তাদের বুঝিয়ে দিচ্ছেন প্রতিটি বিষয়। প্রদর্শনীতে সেনাবাহিনীর স্টল রয়েছে ৩৪টি। এসব স্টলের মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধ স্টল, গোলন্দাজ, পদাতিক, ইঞ্জিনিয়ার্স, কমান্ডো, সিগন্যাল, ফিল্ড অ্যাম্বুলেন্স, ২৪ পদাতিক ডিভিশন স্টল ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি স্টল।
সেনাবাহিনীর প্রতিটি স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা। শুধু তাই না, তারা ট্যাঙ্ক, এপিসির ভেতরে প্রবেশ করছে, বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে দেখছেন। তাদের পোশাকের ডেমোতে নিজেরা দাঁড়িয়ে ছবি তুলছে। এ ছাড়া সেনাবাহিনী তাদের শত্রুপক্ষকে ঘায়েল করছে, এমন ডেমোর সচিত্র প্রদর্শনী আরো আনন্দ দিয়েছে দর্শনার্থীদের।
নৌবাহিনীর স্টলে রয়েছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ বানৌজা ‘বঙ্গবন্ধু’-এর একটি মডেল। নৌবাহিনীর পোশাক পরিহিত সদস্যদের মডেল। এ ছাড়া স্টলের মধ্যে রয়েছে- নেভিগেশন স্টল, সিম্যানশিপ স্টল, সার্চ অ্যান্ড রেসকিউ স্টল, ইউনিফর্ম স্টল, ভিডিও প্রদর্শনী স্টলসহ অন্যান্য স্টল। নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন নেভিগেশনাল ইক্যুইপমেন্ট, পানির নিচে ও পানির ওপরের ইক্যুইপমেন্ট, বাহিনীতে ব্যবহৃত গান ও ক্ষেপণাস্ত্রের মডেল রাখা হয়েছে এসব স্টলে ।
এ ছাড়া বিমানবাহিনীর স্টলে রাখা হয়েছে যুদ্ধবিমানের মডেল, রাডার এবং আবহাওয়াসংক্রান্ত যন্ত্রপাতি। বিমানবাহিনীর স্টলের মধ্যে রয়েছে প্রশিক্ষণ সামগ্রী স্টল, জীবন রক্ষাকারী সরঞ্জাম স্টল, যোগাযোগ ও ইলেকট্রনিকস স্টল, আকাশ প্রতিরক্ষা স্টল, সমরাস্ত্র ও আলোকচিত্র প্রদর্শনী স্টল।
প্রদর্শনীতে আসা আসাদ নামের এক দর্শনার্থী জানালেন, তিনি এখানে এসে নতুন এক অভিজ্ঞতা অর্জন করেছেন। এখানে রাখা সেনাবাহিনীর ট্যাঙ্কে চড়েছেন, বিমানবাহিনীর রাখা বিমানে চড়েছেন, নৌবাহিনীর রাখা জাহাজ দেখেছেন। এ সমস্ত জিনিস সম্পর্কে অজানা অনেক তথ্য তিনি জেনেছেন।
রায়হান নামের এক শিক্ষার্থী জানালেন, বইয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অনেক অস্ত্র সম্পর্কে পড়েছেন। এখানে এসে এ সমস্ত জিনিস দেখেছেন, ছুঁয়েছেন এবং এসব সম্পর্কে অনেক তথ্য জেনেছেন। প্রদর্শনীতে এসে অনেক কিছু দেখা, জানাশোনার পাশাপাশি বেশ আনন্দও পেয়েছেন- এমনটাই জানালেন দর্শনার্থীরা। জাতীয় প্যারেড স্কয়ারে গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া সমরাস্ত্র প্রদর্শনী আগামী ৩১ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে।