জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:৫০,অপরাহ্ন ২৯ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিশাল জনসভা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জনসভায় সভাপতিত্ব করছেন কুমিল্লা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী।
শনিবার দুপুর কুমিল্লার টাউন হল মাঠে ১টায় ২০ দলের জনসভা শুরু হয়। এর আগে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এদিকে খালেদা জিয়ার মঞ্চে আসার আগেই কুমিল্লাসহ আশপাশের জেলা থেকে মিছিল সহকারে আগত বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাদের উপস্থিতি জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে শহরের বিভিন্ন অলি-গলিসহ জনস্রোতে পরিনত হয়।
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতৃবন্দ ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত আছেন।