জনপ্রিয় নাটক ‘ঠুয়া’র পর আসছে মোশাররফ করিমের ‘কাউয়া’
প্রকাশিত হয়েছে : ১২:২৪:৩৯,অপরাহ্ন ০৬ জুন ২০১৫
বিনোদন ডেস্ক :: মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় নাটক ‘ঠুয়া’। ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত এ নাটকটির পর এ নির্মাতা মোশারফ করিমকে নিয়ে এবার নির্মান করতে যাচ্ছেন আরেকটি মজার নাটক। ‘কাউয়া’ নামের এ নাটকটির শুটিং শুরু হয় গত ৪ জুন। চিত্রনাধারণের কাজ আজ ৬ জুন শেষ হতে যাচ্ছে বলে জানা গেছে।
জানা যায়, নাটকটিতে তুলে ধরা হয়েছে এক যুবকের প্রেম কাহিনী। গল্পে দেখা যাবে, যুবকটি একটি মেয়েকে খুব ভালোবাসে। প্রতিদিনই বলতে চাইলেও মেয়েটিকে মনের কথা বলা হয় না তার। একদিন সে সফল হয়, মেয়েটিও তার প্রেমে সাড়া দেয়। কিন্তু পরদিন হঠাৎ কোনো কারণ ছাড়া প্রেম প্রত্যাখান করে মেয়েটি। ফলে দিশেহারা হয়ে যায় যুবক। মেয়েটিকে ফিরে পেতে বন্ধুদের বুদ্ধিতে দরবেশ বাবার তাবিজ নেয় সে। দরবেশ বলে দেয় ওই তাবিজ কাকের পায়ে বেঁধে দিলে প্রেম ফিরে আসবে। তাই বন্ধুর সঙ্গে কাক খুঁজতে থাকে যুবক। অবশেষে কাকের পায়ে তাবিজ বেঁধে দেয় সে। কাকটি উড়ে চলে যায়। দরবেশ বাবার তাবিজের সঙ্গে তার ভালোবাসাও উড়তে থাকে।
মোশারফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর রুমেলের সঙ্গে কাজ করা হলো। শেষ করেছিলাম ঠুয়া। আমার কাছে নতুন নাটকের গল্পও খুব ভালো লেগেছে। রুমেলের মুন্সিয়ানা নিয়ে আর বলার কিছু নেই ও পরীক্ষিত। আর আমি সাধ্যচেষ্টা করেছি।’
নিজের নতুন নাটক নিয়ে রুমেল বলেন, ‘আমি বরাবরই দর্শকদের ভালো কিছু দিতে চেষ্টা করি। তাই এবারও যথেষ্ট মেধা লাগিয়েছি। দর্শকদের ভালো কিছু দেওয়ার আশা থেকে গত দুই দিনের গরম আমার কাছে গরম মনে হয়নি!’
‘কাউয়া’য় মোশাররফের সহশিল্পী রিচি সোলায়মান, আনোয়ার ও অনেকে। বাংলাভিশন আসন্ন রোজার ঈদে প্রচার হবে এটি।