জনগণের বিপক্ষ শক্তিতে পরিণত হবেনা না: বিএনপি
প্রকাশিত হয়েছে : ১:৫০:৫৮,অপরাহ্ন ০৭ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিপক্ষ শক্তিত পরিণত না হয়ে সঠিকভাবে দায়িত্বপালনের আহ্বান জানিয়েছে বিরোধী জোট বিএনপি। একইসঙ্গে দেশব্যপী শান্তি পূর্ণভাবে হরতাল কর্মসূচিসহ অবেরোধ কর্মসূচি পালন করে যাওয়ার আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। সালাহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে রোববার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২০ দলের ডাকা হরতাল কর্মসূচি পালনের পাশাপাশি চলমান শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচিও পালনের জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জাননো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করে আওয়ামী লীগই রাজনৈতিক ভুল করেছে এবং সেই ভুলের খেসারত আওয়ামী লীগ ও তার দোসরদেরকেই দিতে হবে, সেই দায় জনগণ নিবে না।
আইনশৃঙ্খলা বাহিনী হুকুমের দাসে পরিণত হয়েছে দাবি করে বিবৃতিতে আরও বলা হয়েছে, বিনা ভোটের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর সরাসরি হুকুমে দলবাজ র্যাব, পুলিশ ও বিজিবির কতিপয় সেবাদাস কর্তা ব্যক্তিরা আন্দোলনরত বিরোধী দলীয় নেতাকর্মীদের বিভিন্ন নৃশংস কায়দায় ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করে সমগ্র দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে।
বিবৃতিতে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তি দাবি জানিয়ে জনগণের বিপক্ষ শক্তিতে পরিণত না হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানানো হয়।