জগন্নাথপুরে বিএনপির দু’গ্রুপ মুখোমুখি :: দফায় দফায় হামলা, আহত ৩, গাড়ি ভাংচুর
প্রকাশিত হয়েছে : ১২:৪৮:০৯,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
ওয়াহিদুর রহমান ওয়াহিদ: বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালন নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। দফায় দফায় হামলায় ৩ জন আহতসহ গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিএনপির দুইটি গ্রুপ মুখোমখি অবস্থান নিয়েছে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন শিক্ষাবিদ লেঃ কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদ। আরেক গ্রুপের নেতৃত্বে রয়েছেন পৌর মেয়র আক্তার হোসেন।
গত ১৭ নভেম্বর লেঃ কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদকে আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। এ কমিটিকে মেনে নিতে পারেনি আক্তার গ্রুপ। তাই তারেক জিয়ার জন্মদিন পালনকে ইস্যু করে কর্ণেল গ্রুপ ও আক্তার গ্রুপ রাজনৈতিক মাঠে মুখোমুখি অবস্থান নিলে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠে। তারেক জিয়ার জন্মদিনের কর্মসূচী পালন করতে গিয়ে কর্ণেল গ্রুপ দফায় দফায় হামলা ও পুলিশি বাধার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দিনব্যাপী পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
জানাগেছে, বৃহস্পতিবার দুপরের দিকে কর্ণেল গ্রুপ সৈয়দপুর এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে জগন্নাথপুর পৌর সদরে আসতে চাইলে জগন্নাথপুর-সিলেট সড়কের ভবেব বাজার এলাকায় বাধার মুখে পড়েন। এখানে আগ থেকে অবস্থান নেয়া আক্তার গ্রুপের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষন পর আবার মিছিল নিয়ে আসতে চাইলে জগন্নাথপুর-সিলেট সড়কের হবিবপুর মাদ্রাসা পয়েন্টে আক্তার গ্রুপের লোকজন কর্ণেল গ্রুপের উপর হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বেলা ২ টার দিকে কর্ণেল গ্রুপ পৌর শহরের শহীদ মিনার এলাকায় ও আক্তার গ্রুপ সি/এ মার্কেট এলাকায় এসে অবস্থান নেয়। বেলা ৩ টার দিকে সি/এ মার্কেট এলাকায় কর্ণেল গ্রুপের নেতাকর্মীর উপর হামলা চালায় আক্তার গ্রুপ। হামলায় ৩ নেতাকর্মী আহতসহ ২ টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। কিছুক্ষন পর শহীদ মিনার এলাকা থেকে লেঃ কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌর পয়েন্টে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশি বাধার মুখে সড়কে অবস্থান নিয়ে তারা প্রতিবাদসভা করে। সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক লেঃ কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদ, যুগ্ম-আহবায়ক কবির আহমদ প্রমূখ।
এদিকে-আক্তার গ্রুপের উদ্যোগে আলাভাবে তারেক জিয়ার জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনাসভা হয়েছে। সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মির্জা আবুল কাশেম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুর রউফ, যুবদল নেতা আনছার মিয়া, কবির মিয়া, ছাত্রদল নেতা আব্দুস শহীদ, শামীনুর, আশরাফুল হক সুমন, শাহ কামাল, কামাল হোসেন, হিফজুর রহমান তালুকদার জিয়া প্রমূখ।