ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর: সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে রুজিনা বেগম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে বেদে সম্প্রদায়ের আব্দুল হাসিমের মেয়ে। তারা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর পৌর শহরের কদরিছ আলীর কলোনীতে ভাড়াটে বসবাস করে আসছে।
জানাগেছে, সোমবার দুপুরে রুজিনা বেগমসহ ৩ টি শিশু স্থানীয় নলজুর নদীতে গোসল করতে গিয়ে সাঁতার কাটতে থাকে। এক পর্যায়ে ২ টি শিশু পারে উঠে আসলেও রুজিনা পানির নিচে তলিয়ে যায়। পরে প্রতিবেশি লোকজন পানিতে নেমে অনেক খোঁজাখুজির পর পানির নিচ থেকে লাশটি উদ্ধার করেন। এ খবর ছড়িয়ে পড়লে বেদে সম্প্রদায়ের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।