জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:০৫,অপরাহ্ন ০৯ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাইলগাও ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের আজিজুল রহমান ও তারই আপন চাচাতো ভাই আফিক উল্লার মধ্যে আজিজুর রহমান ভাই সাজিজুল রহমানের শিশু পুত্রের সঙ্গে আফিক উল্লার শিশু পুত্রের ঝগড়া বাঁধে।
এর জের ধরে সোমবার রাত ৮টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ আহত হন ৫জন।
আশংকাজনক অবস্থায় আজিজুর রহমান (৩৫) ও মামুন মিয়াকে (১৮) সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় আজিজুর রহমান মারা যান। অপর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।