জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১:৩৯:৩৫,অপরাহ্ন ১১ মে ২০১৫
নিউজ ডেস্ক :: জকিগঞ্জ আটগ্রামের পশ্চিমে ছত্রনগর গ্রামের তেতইরতল নামক স্থানে বাস দুর্ঘটনায় সুধাংশু বিশ্বাস (২২) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
সে জকিগঞ্জের ৩নং কাজলসার ইউনিয়নের নওয়াগ্রাম (খালপাড়) এর অনন্ত বিশ্বাস পুত্র।
জানা যায়, সোমবার ১১ মে সকাল সাড়ে ৯টায় জকিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া বিরতিহীন বাসটি দুর্ঘটনা কবলিত হয়।
নিহত সুধাংশু বিশ্বাসের চাচাতো বোন মিতা রানী বিশ্বাস জানান, তার চাচাতো ভাই সুধাংশু বিশ্বাস রাস্তার পাশে রাখা পাথর ও বালু আনতে গিয়েছিলেন। জকিগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন গাড়িটি বেপরোয়া গতিতে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে তার উপরে উঠে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আমিনুর রশীদ আনিছ বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িটির সম্মুখ অংশ দুমড়ে মুচড়ে গেলে প্রায় ২০/২৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিক আহতদের চিকিৎসার জন্য জকিগঞ্জ ও কানাইঘাট সরকারী হাসপাতালে প্রেরণ করেন।
কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর বলেন, আহতদের বেশীরভাগ লোক জকিগঞ্জের বিভিন্ন অঞ্চলের।
কানাইঘাট থানা পুলিশ সরজমিন পরিদর্শন শেষে নিহত সুধাংশু বিশ্বাসের লাশ উদ্ধার করেছেন।