জকিগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রমিকার অনশন
প্রকাশিত হয়েছে : ১:৩৬:৫৮,অপরাহ্ন ১৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: র্দীঘ প্রেমের ইতি টানতে পাঁচ দিন থেকে জকিগঞ্জে এক প্রেমিকা প্রেমিকের বাড়িতে অনশন করছেন।
জানা গেছে, গত বুধবার সকাল থেকে জকিগঞ্জের গোটারগ্রামের আব্দুস শুক্কুরের ছেলে আবুলের বাড়িতে তার প্রেমিকা নাজু বেগম বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছে। কিন্তু ছেলের পরিবারের পক্ষ থেকে নাজু কোন সাড়া পাচ্ছেনা।
এলাকা সূত্রে জানা গেছে, গোটারগ্রামের আবুলের সাথে পাশ্ববর্তী মঙ্গলশাহ (সাদিরখাল) গ্রামের আব্দুল জব্বারের মেয়ে নাজু বেগমের গভীর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে নাজু প্রেমিক আবুল কে বিয়ের জন্য চাপাচাপি করলে আবুল সাড়া দেয়নি। অবশেষে প্রেমিকা নাজু বেগম বিয়ের দাবিতে অনশনের পথই বেছে নিয়েছেন।
অপর একটি সূত্রে জানা গেছে, প্রেমিকা নাজুর বয়স কম হওয়ায় ছেলের পরিবার চরম বিপাকে রয়েছেন। ছেলে ও মেয়ে উভয়ে বিয়ে করতে রাজি হলেও কেউ বিয়ে দিতে পারছেন না। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।