জকিগঞ্জে দূর্ধর্ষ ডাকাতি : গুলিবিদ্ধ ৪
প্রকাশিত হয়েছে : ১১:২০:৪৩,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: জকিগঞ্জে বারহাল ইউনিয়নের বালিটেকা গ্রামের সুলতান আহমদের পুত্র দুবাই প্রবাসী শমসু মিয়া ও তার ভাই বদরুল মিয়ার বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত ২ ঘটিকায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে ঘরে থাকা লোকজনকে বাথরুমে জিম্মি রেখে মারধোর করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট ও কাপড় লুট করে নেয়।
ডাকাতের হামলায় নাজিয়া বেগম, জামিলা আক্তার, আলেসুর বেগম ও সোহাদা বেগম আহত হন। এদের মধ্যে দুই জন গুলিবিদ্ধ রয়েছেন।
ইউপি সদস্য আব্দুল আহাদ চৌধুরী কহেল জানান, রাত আনুমানিক ২ ঘটিকার দিকে ১০/১২জনের মুখোশদারী ডাকাত দল বাড়ির গ্রীল কেটে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে ঘরের লোকদের বেধেঁ মারপিঠ করে বাথরুমে আটকে রাখে। ডাকাতেরা ১৫ ভরি স্বর্ণ, নগদ দেড় লক্ষাধিক টাকা এবং কাপড়চোপড় ও ৪টি মোবাইল সেট লুটে পালিয়ে যায়।
হামলার সুর চিৎকার শুনে পার্শ্ববর্তী বাটইশাইল গ্রামের লোকজন ডাকাতের আটকের চেষ্টাকালে মুখোশধারী ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়তে ছোড়তে পালাতে থাকে এবং সাখাওয়াত আলী খান(৬০) ও তার বড় ছেলে বাবলু খান(৩০) গুলিবিদ্ধ হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে ।সাখাওয়াত আলীর উরুতে ও বাবুল আহমদে হাতে পাজরে গুলিবিদ্ধ হন এবং জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে গুলির খোসা উদ্ধার করেছে বলে ইউপি মেম্বার আহাদ চৌধূরী জানান ।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।