জকিগঞ্জে কুখ্যাত ডাকাত জামালকে গণপিটুনি : হাজতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ১:৫০:৪৮,অপরাহ্ন ২৩ মে ২০১৫
নিউজ ডেস্ক :: শুক্রবার জকিগঞ্জের বারহালের খেশরপুর-বাটইশাল এলাকায় কুখ্যাত ডাকাত জামালকে দেখতে পেয়ে জনতা ধাওয়া দেয়। পরে নোয়াগ্রাম থেকে তাকে আটক করেন স্থানীয় জনতা। আটকের পর গণপিটুনি শেষে পুলিশ উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
থানার ওসি মো: সফিকুর রহমান খাঁন বলেন ডাকাত জামালের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তন্মধ্যে বিয়ানী বাজারে ১টি বাকি ৩টি জকিগঞ্জ থানায় ডাকাতি মামলা রয়েছে।