ছেলেরা মেয়েদের কাছ থেকে যে কথা শুনতে পছন্দ করে
প্রকাশিত হয়েছে : ৭:১৩:০১,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৫
লাইফস্টাইল ডেস্ক : প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে কার না ভাল লাগে ৷ অনেক সময় একটা প্রশংসা সারাদিনের ক্লান্তি দূরে করে দিতে পারে ৷ প্রশংসা শুধু মনে আনন্দ দেয় তা নয় এটি আত্মবিশ্বাসও বাড়ায় ৷
সাধারনত আমরা সকলেই ভাবি মেয়েরাই প্রশংসা শুনতে ভালবাসে ৷ ছেলেরাও কিন্তু এবিষয়ে একেবারেই পিছিয়ে নেই ৷ মুখে প্রকাশ না করলেও ছেলেরা তার সঙ্গীনির কাছ থেকে প্রশংসা শোনার জন্য উন্মুখ হয়ে থাকেন ৷ এতে পুরুষরা রীতিমতো গর্ববোধ যেমন করেন তেমনই ভালবাসার মানুষটিকে তারা আরও বেশি ভালবেসে ফেলেন ৷
নিজের রূপের প্রশংসা নিজের প্রেমিকা বা স্ত্রীয়ের কাছ থেকে শুনতে পছন্দ করেন পুরুষরা ৷ সুন্দর সেজেবা পোষাক পড়ে বা নতুন হেয়ার কাট করার পর তারা মনের মানুষের সামনে এসে দাঁড়ান প্রশংসা শুনবেন বলেই ৷ সঙ্গীনি যখন বলেন, ‘তোমায় দেখতে ভাল লাগছে’, কথাটি শুনে পুরুষের মুখে তাচ্ছিলের ভাব দেখা দিলেও তার বুক গর্বে ফুলে ওঠে ৷
ছেলেদের কাছে বুদ্ধিমত্তার মূল্য অনেক বেশি ৷ তারা চান তার বুদ্ধির প্রশংসা করুক তার সঙ্গীনি ৷ মাথা খাটিয়ে কাজ করার ব্যাপারে অনেক আগ্রহী থাকেন বলেই ছেলেরা চান তার এই বুদ্ধির প্রশংসা করা হোক ৷ তার সব সময়েই চান সঙ্গীনির নিরাপত্তার দায়িত্ব নিতে ৷ আর সেখানে এই প্রশংসাবাক্য শুনলে নিজেদের অনেক বেশি শক্তিশালী ভাবেন ৷
নিজের ভালবাসার প্রশংসা সকলেরই শুনতে বেশ ভাল লাগে ৷ যখন সঙ্গীনি তার ভালবাসার প্রশংসায় এই কথাটি বলে প্রকাশ করেন যে তিনি আপনার সঙ্গে খুব সুখী তখন একজন পুরুষ নিজেকে সবচেয়ে বেশি সুখী মানুষ হিসেবে মনে করেন ৷
মেয়েরা একজন পুরুষের কাছেই নিজের নিরাপত্তা খোঁজেন, নিজের ভবিষ্যতের নিশ্চয়তা খুঁজে পান ৷ এই জিনিসটি পুরুষ খুব ভাল ভাবেই জানেন ৷ আর সেকারণেই তিনি সব সময় চান তার সঙ্গীনি তার কাছে নিরাপত্তার নিশ্চয়তা পাক ৷ এই কথাটি সঙ্গীর প্রতি নির্ভরতা প্রকাশ করে থাকে যা পুরুষরা শুনতে চান তার প্রিয়তমার কাছে ৷