ছুটি শেষে কাজে যোগ দিয়েই অবরুদ্ধ শাবি ভিসি
প্রকাশিত হয়েছে : ৬:০৯:০৩,অপরাহ্ন ২২ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: শহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়া সোমবার সকালে দুই মাসের ছুটি শেষ হবার দু’দিন আগেই কাজে যোগ দিয়েই বিপাকে পড়েছেন। তাকে অবরুদ্ধ করে রেখেছেন আনন্দলনরত শিক্ষকরা।
জানা গেছে সোমবার সকাল ৭টার দিকে অনেকটা গোপনে কর্মস্থলে এসে যোগ দেন তিনি। যোগ দিয়েই ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হকের বদলে বন ও পরিবেশ বিভাগের অধ্যাপক কামারুজ্জামান চৌধুরীকে প্রক্টর হিসাবে নিয়োগ দেন । খবর পেয়ে আনন্দলরত শিক্ষকরা তাকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন।
আন্দোলনরত ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক মোস্তাবুর রহমান বলে- ‘ তাঁর ২৪ তারিখ যোগ দেয়ার কথা থাকলেও তিনি গোপনে এসে কাজে যোগ দেন, তাকে আমরা আর কেউ ভিসি হিসাবে চাইনা। আমরা ভিসির স্থায়ী অপসারণ দাবিতে আন্দোলন চালিয়ে যাব’। এসময় মোস্তাবুর রহমান বলেন, শিক্ষার্থীদের পাঠদানের কথা বিবেচনায় করেই আন্দোলন চালাবেন তারা। একই সাথে আন্দোলন ও ক্লাস পরীক্ষা চলবে।
উপাচার্য অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূইয়া আপ্যায়ন ভাতা ৪০০ ভাগ বর্ধন করেছেন। ২০ নভেম্বর নিহত শিক্ষার্থীর পরিবারকে সাহায্য দেয়ার কথা বলে ১ লক্ষ টাকা উত্তোলন করেও দেননি, নিজের শ্যালকের দ্বিতীয় বিভাগ থাকা সত্বেও প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে অন্যান্য আত্মীয় স্বজনকে পিয়ন, দারোয়ানের পদে চাকরী দিয়েছেন।
এরকম অনেক অভিযোগে শাবি উপচার্যের স্থায়ি অপসারন দাবিতে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষকরা। আন্দোলনের মুখে দুই মাস আগে তাকে ছুটিতে পাঠিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেয়ার চেষ্টা করে সিন্ডিকেট। তবে দুই মাস শেষে ফের তিনি কাজে যোগ দিয়েই আন্দোলনের মুখে পড়লেন।
এদিকে ক্যাম্পাসে ভিসিপন্থী শিক্ষকরাও এক জায়গায় জড়ো হয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরাও ক্যাম্পাসে অবস্থান করছেন। যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।