নিউজ ডেস্ক:: রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোরে রাজধানীর পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
ভোর সাড়ে ৫টার দিকে মৎস ভবনের সামনের রাস্তায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আবদুস সালাম (৩৫)।
আবদুস সালাম জানান, তিনি গণপূর্ত ভবনের স্টাফ কোয়ার্টার থেকে কারওয়ান বাজার যাচ্ছিলেন। মৎস ভবনের সামনের রাস্তায় এলে ৩/৪ জন ছিনতাইকারী তার ওপর হামলা করে। তার বুকে, কোমরে ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় তারা তিন হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
স্থানীয়রা আবদুস সালামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে, রাজারবাগ পুলিশ লাইনের ২ নম্বর গেটের সামনে মামুন (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে সামান্য কিছু টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। এক পথচারী মামুনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।