ছিনতাইকারীকে ওসির বিশেষ খাতির!
প্রকাশিত হয়েছে : ৪:৫৭:২০,অপরাহ্ন ২৬ ফেব্রুয়ারি ২০১৯
নিউজ ডেস্ক:: সিলেটে ছিনতাইকারীকে আটক করে মামলা না দিয়ে মেট্রো আইনে আদালতে চালান দেয়ার অভিযোগ ওঠেছে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলের বিরুদ্ধে। ছিনতাইকারীদের গডফাদার হিসেবে পরিচিত আকতার হোসেনকে মামলায় গ্রেফতার না দেখিয়ে মেট্রো আইনের ৭৮ ও ৭৯ ধারায় আটক দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। মেট্রো আইনে চালান দেয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা।
আটক আকতার হোসেন দক্ষিণ সুরমার চান্দাই এলাকার নূর মিয়ার ছেলে। সোমবার দিবাগত রাত ২টার দিকে চান্দাইস্থ বাসা থেকে তাকে পুলিশ আটক করে। আকতারের ভাই আলীও নগরীর চিহ্নিত ছিনতাইকারী ছিল বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়, সিলেট নগরীতে প্রতিদিনই সিএনজি অটোরিকশায় ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল ফোন ও টাকা হারাতে হয় অনেককেই। এই ছিনতাইকারী চক্রের মুলহোতা আকতার। তাকে আটকের পর থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকতার জানায়, নগরীতে চারটি গ্রুপে তারা অটোরিকশায় ছিনতাই করে। সহযোগী হিসেবে রাজু, হালিম, আল আমিন, মাসুক, সাজু, শাকিল, শহীদ, আলী ও মনসুরেরও নাম বলে।
ছিনতাইকারীকে মেট্রো আইনে চালান দেয়া প্রসঙ্গে ওসি খায়রুল ফজল জানান, ‘আকতারের ভাই আলী চিহ্নিত পকেটমার ছিল। সন্দেহভাজন হিসেবে আকতারকে আটক করা হয়েছিল। কিন্তু জিজ্ঞাসাবাদে কোনো কিছু না পাওয়ায় তাকে মেট্রো আইনে চালান দেয়া হয়েছে।’
থানায় জিজ্ঞাসাবাদে আকতার তার সহযোগীদের নাম বলা প্রসঙ্গে ওসি ফজল বলেন, ‘মানুষ কতো কিছু বলে। জিজ্ঞাসাবাদের সময় আমার কাছে সে এমন কিছু বলেনি’। এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মুসা বলেন, ‘আকতারকে কেন মেট্রো আইনে আদালতে প্রেরণ করা হলো তা অবশ্যই খতিয়ে দেখা হবে।’