ছাদ থেকে পড়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২:০৪:০১,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
তানোরে একটি ছাত্রাবাসের ছাদ থেকে পড়ে বিপ্লব মাহমুদ (৩২) নামে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব মাহমুদ উপজেলার সিধাইড় গ্রামের আরজান আলীর ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিপ্লব তানোর সদরের গোল্লাপাড়াস্থ হাজি ছাত্রবাসে থেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রোববার রাতে ছাত্রাবাসের ছাদে ঘুমিয়ে ছিলেন। ভোর ৫টার দিকে হঠাৎ তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। এ সময় বাজারের নাইটগার্ডরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি সিধাইড়ে নেয়া হয়েছে। বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবার থেকে জানানো হয়।
এদিকে, তার মৃত্যুতে শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজশাহী জেলা আ.লীগ সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, উপজেলা আ.লীগ সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় নেতারা।