ছাত্রীর আপত্তিকর ছবি মোবাইলে প্রচার, ২ যুবকের কারাদন্ড
প্রকাশিত হয়েছে : ১২:১৬:৩২,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: সুপার কম্পোজের মাধ্যমে স্কুলছাত্রীর ‘আপত্তিকর’ ছবি মোবাইলে প্রচারের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ খায়রুজ্জামান বৃস্পতিবার সকালে এ আদেশ দেন।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, গোপীনাথপুর গ্রামের জাফর শিকদারের ছেলে শাওন (২২) একই গ্রামের এক স্কুলছাত্রীর ছবি তুলে কম্পিউটারের মাধ্যমে অশ্লীলভাবে সুপার কম্পোজ করে বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়। এ অভিযোগ পেয়ে শাওন ও তার সহযোগী জালালকে (৩০) আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
তিনি আরও জানান, আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শাওনকে এক বছর এবং তার সহযোগী জালালকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।