ছাত্রীকে নেশার ওষুধ খাইয়ে নগ্ন করে অশ্লীল সিডি তৈরি করলো যুবক
প্রকাশিত হয়েছে : ৩:০০:১৭,অপরাহ্ন ১১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
এক ছাত্রীর অশ্লীল ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠল মহরৌনির বসপা বিধায়কের ছেলের বিরুদ্ধ। শুক্রবার স্থানীয় মহিলা থানায় ঘটনার অভিযোগ দায়ের করে নির্যাতিরা পরিবার৷
অভিযোগ, গত ২০ জানুয়ারি বিধায়ক ফেরনলাল আহিরবারের ছেলে সুরেন্দ্র এলাকার এক ছাত্রীকে জোর করে চন্দ্রেরার একটি ইট ভাটায় তুলে নিয়ে যায়। এরপর জলের সঙ্গে নেশার ওষুধ মিশেয়ে তাকে বেহুঁশ করে দেয়৷ সেখানেই ওই ছাত্রীর অশ্লীল ভিডিও তুলে বলে অভিযোগ৷
মুখ খুললে ওই সিডিটি ইন্টারনেটে ছেড়ে দেবে বলেও হুমকি দেয় সুরেন্দ্র৷ এমনকী ওই ছাত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে দেবে বলেও ভয় দেখায় বিধায়ক-পুত্র।