‘ছাত্রলীগ আচরণে ডিজিটাল না হয়ে, এ্যানালগই থাকুন’
প্রকাশিত হয়েছে : ১১:০৪:২৬,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ যেন আর খারাপ খবরের শিরোনাম না হয়। এটা চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশি বেশি হচ্ছে। বুধবার দুপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়েমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ‘অমর একুশের’ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী ছাত্রলীগের সমালোচনা করে বলেন, ছাত্রলীগ, আপনারা আচরণে ডিজিটাল না হয়ে, এ্যানালগই থাকুন। বড় বড় বিলবোর্ডে চেহারা পরিবর্তন করার দরকার নেই। যে সামনে এক চেহারা আবার বিলবোর্ডে এমন ডিজিটাল চেহারা হয় যে চেনা যায় না। আপনারা বঙ্গবন্ধুর বই পড়ে শুদ্ধ রাজনীতি শিখুন।
প্রসঙ্গত মন্ত্রীর উপস্থিতিতেই অনুষ্ঠানের খাবার নিয়ে ছাত্রলীগের হাতাহাতি আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা। এসময় তিনি, তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, তিনি নিজেকে আরব বসন্তের নায়কের মত মনে করছেন। কিন্তু লজ্জার বিষয় হল তার নেতা কর্মীরাই তার কর্মসূচিতে মাঠে থাকছে না।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নিন্দা জানিয়ে তিনি বলেন, আরটিসির ৪০ টি বাস পুড়ানো হয়েছে, ভাংচুর করা হয়েছে। এর মাধ্যমে তারা তাদের রাজনৈতিক অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাদের জনবিচ্ছিন্নতা ঢেকে আনছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি এস এম শরিফুল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জবি আচার্য মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এস এম বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি লিয়াকত শিকদার, জবি প্রক্টর সহ প্রমুখ।