ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে শাবিপ্রবিতে রণক্ষেত্র
প্রকাশিত হয়েছে : ৬:১৮:৫৯,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ছাত্রলীগের দু’টি গ্রুপ। এতে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে, তবে তাদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ এখনও চলছে। বর্তমানে ক্যাম্পাস জুড়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘটানো হচ্ছে ককটেল বিস্ফোরণ। চলছে অস্ত্রের মহড়া। আহত অনেককেই এম্বুলেন্সে করে শহরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।