ছাত্রলীগকে শাসালেন নাসিম
প্রকাশিত হয়েছে : ১:০৪:১৫,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ছাত্রলীগ-ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ নাসিম। তিনি ছাত্রলীগ নেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ছাত্রলীগের অফিস যেন এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ না হয়।’
বুধবার দুপুরে ফেনীর পরশুরাম উপজেলা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ডায়াবেটিস হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপনকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগকে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে নাসিম বলেন, ‘ছাত্রলীগের মূল কাজ পড়াশোনা। ছাত্রত্ব ছাড়া ছাত্রলীগ করা যাবে না। ছাত্রলীগকে মাদক থেকে দূরে থাকতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের পুলিশের হাতে তুলে দিতে হবে। কারণ বর্তমানে মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে।’
শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, ‘যাতে করে মাদক ব্যবসায়ীরা প্রশ্রয় না পায়, সেজন্য মাদকের সব রুট বন্ধ করে দিতে হবে।’
পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদারের সভাপতিত্বে ওই সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ১৫০ জন মুক্তিযোদ্ধাকে শীতকালীন শাল বিতরণ করেন অতিথিরা।