ছাত্রদল নেতা সাঈদ, খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১১:১১:২৮,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আনিসুর রহমান তালুকদার খোকনের বহিষ্কারাদেশ দলের চেয়ারপার্সন এর নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।
রোববার দুপুরে সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এখন থেকে তারা দলের সাংগঠনিক কর্মকান্ডসহ দলের শক্তি বৃদ্ধি এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে অতীতের ন্যায় কার্যকর ভূমিকা রাখবে বলে দল আশা করে।
এছাড়াও, সংগঠন বিরোধী কার্যকলাপে অংশগ্রহণ করা ছাত্রদল নেতারা দলীয় শৃঙ্খলা মেনে কাজ করার অঙ্গীকার করে সাঈদ, খোকন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৪ অক্টোবর রাজিব আহসান ও আকরামুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের নতুন কমিটি গঠনের পর থেকেই পদ না পাওয়ায় সাবেক সহ-সভাপতি আবু সাঈদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আনিসুর রহমান তালুকদার খোকনের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১০ নভেম্বর জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।