ছাত্রদলের পদবঞ্চিতদের অস্বীকার করলেন ফখরুল
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:৫৯,অপরাহ্ন ০২ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
নতুন কমিটির পদবঞ্চিত ছাত্রদল নেতাদের অনেকটা অস্বীকার করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘ছাত্রদলের কোনো অংশ নেই। যে কার্যকরী কমিটি রয়েছে সেটাই ছাত্রদল।’
কমিটি গঠনের পর জাতীয়তাবাদী ছাত্রদলের বিবদমান পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে রয়েছে বিএনপির হাইকমান্ড।
নতুন কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছে।
সোমবারও তারা বিক্ষোভ সমাবেশ করেছে। পরে সংবাদ সম্মেলন করে তাদের লাগাতার কর্মসূচির কথা জানানো হয়েছে।
আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নয়াপল্টনে ছাত্রদলের কমিটির নেতা ও তাদের অনুসারীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।