ছাতক পৌর মেয়রের গাড়িতে হামলা : আটক ৪
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৫৪,অপরাহ্ন ২১ জুন ২০১৫
ছাতক সংবাদদাতা::
ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। রোববার বিকেল ৩টার দিকে ওই চারজনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এর আগে দুপুর ২টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, ১৮ জুন বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ পয়েন্টে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রুপ ও ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরেই রোববার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।