ছাতকে সুরমা নদীতে ব্রীজ নির্মাণের দাবিতে আন্দোলনে যাচ্ছেন এলাকাবাসী
প্রকাশিত হয়েছে : ৮:১৮:০৫,অপরাহ্ন ০৭ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: ছাতকে সুরমা নদীর ওপর নির্মাণাধীন ব্রীজের নির্মাণ কাজ অবিলম্বে শেষ করতে এলাকাবাসী আন্দোলনে যাচ্ছেন। এ লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট সুরমা ব্রীজ বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়েছে। এডভোকেট আশিকুর রহমানকে আহবায়ক, ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলকে সদস্য সচিব ও আওলাদ হোসেনকে কোষাধ্যক্ষ করে ১০১ সদস্য বিশিষ্ট ছাতক সুরমা ব্রীজ বাস্তবায়ন পরিষদ গঠন করা হয়।
এদিকে, ব্রীজ বাস্তবায়নের দাবিতে শনিবার সর্বস্তরের এলাকাবাসীর এক সভা নোয়ারাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আব্দুল মমিন চৌধুরীরর সভাপতিত্বে ও আজিজুর রহমান আজিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নোয়ারাই ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারন-অর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জুবেদ আলী, ছমরু মিয়া তালুকদার, সিলেটস্থ ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ফয়জুর রহমান, ইউপি সদস্য আনোয়ার খান মখন, শামসুর রহমান, আশকর আলী, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ, মনোহর আলী, স্থানীয় মকবুল আলী বার্নার, আওলাদ হোসেন, শামছুর রহমান বাবুল, কয়েছ আহমদ, সামছু মিয়া তালুকদার, সৈয়দ বুলবুল আহমদ, আবু সাইদ, মতছির আলী খান, সন্তোষ কুমার দাস, কয়েছ মিয়া, হাবিবুর রহমান, আইয়ূব আলী, জামাল মিয়া, আজিমুল হক, কাওসার চিস্তী, বতন মিয়া, রজব আলী প্রমুখ।
বক্তারা একই সাথে শুরু হওয়া সুনামগঞ্জে সুরমা নদীর উপর ব্রীজের কাজ ইতিমধ্যে সম্পন্ন হলেও ছাতকে সুরমার ব্রীজ এখনো সম্পন্ন না হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাতক-দোয়ারাবাসীর প্রানের দাবী সুরমা নদীর উপর ব্রীজ নির্মান কাজ অবিলম্বে সম্পন্ন করা অতীব জুরুরী। বক্তারা বলেন, ছাতক শহরের বুক চিঁরে সুরমা নদী প্রবাহিত হওয়ায় শহর দু’টি ভাগে বিভক্ত হয়ে আছে। সুরমা নদীর উপর ব্রীজ নির্মিত হলে ছাতক শহর অখন্ড ভুমিতে পরিণত হবে। পাশাপাশি জেলা ও বিভাগীয় শহরে যোগাযোগের ক্ষেত্রে উত্তর সুরমা তথা ছাতক-দোয়ারার বিরাট অঞ্চলের মানুষ সুবিধা ভোগ করতে পারবে। এ ছাড়া ছাতক উন্নত শহরে পরিণত হওয়ার পাশাপাশি পাথর, সিমেন্ট, বালু পরিবহন এবং ভারতের সাথে আমদানী-রপ্তানী বাণিজ্যেরও বিশেষ সুযোগ সৃষ্টি হবে। ছাতকবাসীর স্বপ্নের দাবী বাস্তবায়নে স্থানীয় এমপি মুহিবুর রহমান মানিকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা।