ছাতকে ঝড় ও শিলাবৃষ্টিতে ঘর-বাড়ী ও ফসলের ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১১:৪২:১৮,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০১৫
ছাতক সংবাদদাতা::
ছাতকে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোরে প্রায় আধঘন্টা ব্যাপী ঝড় ও শিলাবৃষ্টিতে পাকা বোর ফসল, শাক-সবজি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছ-পালা ও কাচাঁ ঘর-বাড়ীর ব্যাপক ক্ষতিসাধন হয়। প্রচন্ড ঝড়ে ছোট বড় গাছ-পালা ও বিদ্যুতের খোটা উপড়ে ফেলে দিলে উপজেলার অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপজেলা ও পৌরসভার সহস্রাধিক কাঁচা ঘর বাড়ী ও টিনের চালা বিধ্বস্থ হয়েছে।
স্থানীয়রা জানান, স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টিতে এ অঞ্চলের পাঁকা বোর ফসলের মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, শিলাবৃষ্টিতে ২২১ হেক্টর পাকা বোর ফসল সম্পূর্ন রূপে ক্ষতিগ্রস’ হয়েছে। আংশিক ক্ষতিসাধিত হয়েছে ৪৬০ হেক্টর বোর ফসল ও ৬ হেক্টর শাক-সবজির।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান জানান, ঝড়ে বিধ্বস’ হয়েছে রামপুর শাহজালাল উচ্চ বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস জানিয়েছেন, উপজেলার সোলেমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ঝড়ে ক্ষতিগ্রস’ হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে ছাতক পৌর শহরসহ উপজেলার নোয়ারাই, ইসলামপুর, ভাতগাঁও, কালারুকা, ছৈলা-আফজলাবাদ, দোলারবাজার, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও, সিংচাপইড়, উত্তর খুরমা, দক্ষিন খুরমা, জাউয়া, চরমহল্লা, ছাতক সদর ইউনিয়নে ফসল, ঘরবাড়ী, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি সাধন হয়।