ছাতকে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধ মহিলার আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:৩৫,অপরাহ্ন ০৭ মে ২০১৫
নিউজ ডেস্ক ::
ছাতকে গলায় ফাঁস লাগিয়ে আইমুন নেছা (৫৫) নামের এক বৃদ্ধ মহিলা আত্মহত্যা করেছে। ৭ মে বুধবার রাতে নিজ ঘরের বারান্দার তীরের সাথে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আইমুন নেছা কালারুকা ইউনিয়নের পইলনপুর গ্রামের মৃত আইয়ূব উল্লাহর স্ত্রী।
গ্রামের লোকজন জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে আইমুন নেছা। সকালে বারান্দায় তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। ছাতক থানার এসআই নবগোপাল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মযনা তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করেন। ছাতক থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।