ছাতকে ক্ষুরের আঘাতে ৪জন আহত
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:০০,অপরাহ্ন ২৫ ফেব্রুয়ারি ২০১৫
ছাতক প্রতিনিধি::
ছাতক শহরে এক যুবকের ক্ষুরের (সেলুনে ব্যবহৃত) আঘাতে ৪যুবক গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৩জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের মন্ডলীভোগ এলাকায় এঘটনা ঘটে। বিক্ষুদ্ধ জনতা হামলাকারী যুবক কনক চক্রবর্তীকে গণধোলাই দিয়ে পুলিশে সৌপর্দ করেছে। পৌরসভার ৭নং ওয়ার্ডের মন্ডলীভোগ এলাকার কৃপেশ চক্রবর্তীর পূত্র কনক চক্রবর্তীর সাথে কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে কনক চক্রবর্তী সড়কের পাশের একটি সেলুন থেকে ক্ষুর নিয়ে জাহাঙ্গীর আলম (২০), অভি আহমদ (২২), ফারুক শাহা (১৯) ও বাবুল (২০) এর পেটে ও হাতে ক্ষুর দিয়ে আঘাত করে গুরুতর আঘাত করে। ক্ষুরের আঘাতে আহত জাহাঙ্গীর ও অভির নাড়ি-ভুড়ি বেরিয়ে পড়ে। থানার ওসি শাহজালাল মুন্সি জানান, মেয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কনক প্রতিপক্ষের উপর ক্ষুরের আঘাত করে। তবে ঘটনাকারী কনককে আটক করা হয়েছে বলে তিনি জানান।