ছাতকে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ : আহত ১০
প্রকাশিত হয়েছে : ১২:১৩:৫৪,অপরাহ্ন ১৮ জুন ২০১৫
ছাতক সংবাদদাতা::
ছাতকে আওয়ামী লীগের দু’গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক পৌর মেয়র গ্রুপের সমর্থক আমির আলীর ছেলে রহিমের সঙ্গে স্থানীয় এমপি মহিবুর রহমান মানিকের সমর্থক আওয়ামী লীগ নেতা রইস আলীর মধ্যে দুপুরে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে বিকেলে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েকরাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। তরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনার পর সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ছাতকের ওসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ সতর্ক রয়েছে।