চোরের আঘাতে আহত এসআই আসাদুজ্জামানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:৪১:৪০,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: চোরাই মালামাল উদ্ধার করতে গিয়ে চোরের আঘাতে আহত লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার গভীর রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ নীলফামারী জেলার ডিমলা উপজেলার বড়বাড়ি গ্রামের মাহাবুবার রহমানের ছেলে। ২০০৭ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মাহফুজার রহমান জানান, ৮ ডিসেম্বর রাতে শহরের পুরান বাজারের নরসিংদী বস্ত্রালয়ের সার্টার ভেঙে নগদ অর্থসহ ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়।
ওই রাতেই চুরি যাওয়া কাপড় পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় তিস্তা সেতু পুলিশ ফাঁড়ির এসআই আসাদুজ্জামান কয়েকজন পুলিশ সদস্যসহ পিকআপ ভ্যানটি আটকের চেষ্টা করে।
একপর্যায়ে চলন্ত অবস্থায় মোটরসাইকেল থেকে লাফিয়ে আসাদুজ্জামান ভ্যানে উঠলে চোরেরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আসাদ গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।