চোরাচালানের দায় স্বীকার করলেন বিমানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:০১,অপরাহ্ন ২৬ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন স্বর্ণ চোরাচালানের সঙ্গে বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার বিষয়ে মন্ত্রী হিসেবে নিজের দায় স্বীকার করলেন।
বুধবার তোপখানা রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দায় স্বীকার করেন।