চুরি করা যাবে না যে সাইকেল
প্রকাশিত হয়েছে : ১০:৫৪:৫৬,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০১৪
তথ্য-প্রযুক্তি ডেস্ক:: বর্তমান সময়ে সাইকেল বেশ জনপ্রিয় বাহন। যানজট এড়িয়ে যেতে কিংবা শরীর সচেতনতায় সর্বক্ষেত্রেই এখন সাইকেল ব্যবহৃত হচ্ছে। কিন্তু যারা সাইকেল চালান তাদের প্রায় সকলেরই অভিযোগ যে হাজারো তালা দিয়েও সাইকেল চুরি বন্ধ করা যাচ্ছে না। হয়তো ভুক্তভোগীদের কথা চিন্তা করেই চিলির কয়েকজন প্রকৌশলি ছাত্র মিলে এমন সাইকেল তৈরি করেছে যা চুরি করা যাবে না। তাদের দাবি অনুযায়ী তারাই বিশ্বের প্রথম সাইকেল তৈরি করেছে যা চুরি করা যাবে না। কিন্তু কিভাবে সম্ভব?
ইয়েরকা নামের এই সাইকেলটি দেখতে আর দশটা সাইকেলের মতোই প্রায়। কিন্তু সাইকেলটির নিচের অংশের ফ্রেমটি যা আপনার সাইকেলের সিটের সঙ্গে লাগানো তা আপনি চাইলেই খুলে যেকোনো খুটির সঙ্গে তালা দিতে পারবেন। আর এরফলে যদি চোরকে আপনার সাইকেলটি চুরি করতেই হয় তাহলে পুরো খুটিটি শুদ্ধ চুরি করতে হবে।
আদোলফো ইভানজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুয়ান হোসে একটি সংবাদমাধ্যমকে জানান, ‘অ্যান্ড্রেসের এর আগে দুটি সাইকেল চুরি হয়েছিল। আর এই সাইকেল চুরি যাওয়ার কারণেই মূলত ওরা তিনবন্ধু মিলে এই সাইকেল বানানোর পরিকল্পনা করে। আর পরিকল্পনা মাফিক তারা এমন একটি সাইকেল তৈরি করেছে যা সত্যিই চুরি করা অসম্ভব।’
তিন বন্ধুর বানানো সাইকেলটি বাণিজ্যিক ভিত্তিতে বাজারে আনার জন্য ইতোমধ্যেই একটি সাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কাজ শুরু করে দিয়েছে। আগামী বছরের শুরু নাগাদ ইউরোপের বাজারে এই সাইকেল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। আর এই সাইকেলের দাম ৪০০ থেকে ১০০০ ডলারের মধ্যে পরবে।