চুমু খেয়ে কলেজ থেকে বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৫৩,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ‘ঠোঁটে ঠোঁট ব্যারিকেড’ আন্দোলন চলছে। তরুণ-তরুণীদের প্রকাশ্য চুমু এবং জনসমক্ষে ঘনিষ্ট হওয়ার অধিকার দাবিতে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে কেরালা থেকে কলকাতা। গতকাল বৃহস্পতিবার কলকাতার রাস্তায় শত শত তরুণ-তরুণী চুমু খেয়ে প্রতিবাদ জানিয়েছে।
সেই ‘ভালবাসার আলিঙ্গন’ কর্মসূচিতে অংশ নিয়ে বহিস্কার হয় ভারতের মহারাজা কলেজের ১০ ছাত্রছাত্রী। প্রেমিক-প্রেমিকাদের মেলামেশা রুখতে কোঝিকোড়ের শহরতলির হোটেলে বিজেপি যুব শাখার কর্মীদের হামলার প্রতিবাদে ও মেরিন ড্রাইভে ২ নভেম্বরের ‘প্রেমের চুম্বন’ অভিযানে সহমর্মিতা জানাতেই তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছিল।
গতকাল শুক্রবার কলেজ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কলেজ চত্বরে জড়ো হয়ে কয়েকজন শিক্ষার্থী ওই কর্মসূচিতে অংশ নেয়।
এ প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল জানিয়েছন, ওই কর্মসূচির ব্যাপারে আগাম অনুমতি নেয়া হয়নি। সে কারণেই ১০ শিক্ষার্থীকে সাসপেন্ড করা হয়েছে।