চুমু খেলেই কেউ অন্তঃসত্ত্বা হয় না : দিয়ান্দ্রা
প্রকাশিত হয়েছে : ৭:০৫:০৮,অপরাহ্ন ১৬ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: বিগ বসের ঘরে এসে প্রেমে পড়া নতুন কোনও ঘটনা নয়। প্রতি সিজনেই তৈরি করে নতুন নতুন প্রেম কাহিনীর। পূর্বরীতি বজায় রেখে বিগ বসের ঘরে এই সিজনে শুরু হয় গৌতম গুলাটিয়া ও দিয়ান্দ্রা প্রেমপর্ব।
লিপ-লক থেকে শুরু করে, একে অপরের হাত ধরে একসঙ্গে সময় কাটানো এই সবেরই সাক্ষী হয়েছে বিগ-বসের ক্যামেরা। তবে পাখা মেলার আগেই, তাসের ঘরের মত ভেঙে পড়ে তাঁদের সম্পর্ক।
সম্প্রতি বিগ বসের ঘর থেকে বাদ পড়েছেন দিয়ান্দ্রা। আর এর পর থেকে শোনা যাচ্ছে তিনি নাকি সন্তানসম্ভবা। প্রশ্ন উঠতে শুরু করেছিল কে এই সন্তানের পিতা? সন্দেহের তীর ছিল গৌতমের দিকে। তবে সব জল্পনার অবসান ঘটালেন স্বয়ং দিয়ান্দ্রা।
তিনি জানিয়েছেন, ‘একটি কিস কখনো একজন মহিলাকে অন্তঃসত্ত্বা করতে পারে না। আমি সন্তানসম্ভবা নই। এটা সম্পূর্ণ একটা গুজব।
তিনি আরও বলেছেন, ‘আমি গৌতমের ব্যবহারে খুব দুঃখিত। আমি গৌতমকে বলতে চাই, ছোট বাচ্চার মতো মায়ের আঁচল ধরে না থেকে পুরুষ হয়ে ওঠো।