চুনারুঘাটে সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক নিহত ১ আহত ৪
প্রকাশিত হয়েছে : ১০:৫৮:৩৩,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৫
হবিগঞ্জ সংবাদদাতা::
হবিগঞ্জের চুনারুঘাটে অটোরিক্সা সিএনজি ও মাইক্রো (লাইটেস) এর মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার রাইসমিল নামক স্থানে শায়েস্তগঞ্জ থেকে চুনারুঘাট গামী যাত্রীবাহী একটি অটোরিক্সা সিএনজি ও বিপরিতগামী একটি মাইক্রো গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক শাহজাহান মিয়া (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সিএনজি চালক শাহজাহান হবিগঞ্জ সদর উপজেলার বাগনিপাড়া গ্রামের মৃত ছুরত আলীর ছেলে । আহত যাত্রীরা হলেন সোহাগ (২৫), মতিউর রহমান (৪৫), রুবেল মিয়া (২৮) ও রাসেল মিয়া (৩০) । খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শাহজাহানের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করেছে। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।