চুনারুঘাটে পিকআপ চাপায় শিশুর মুত্যু
প্রকাশিত হয়েছে : ১২:৩৮:২২,অপরাহ্ন ২৫ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পিকআপভ্যানের চাপায় নাহিম নামে আড়াই বছরে এক শিশুর মুত্যু হয়েছে।বুধবার সকাল ৯টার দিকে উপজেলা দেওয়গাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের নিকট এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুটি উপজেলার কাচুয়া গ্রামের সুয়েল মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আসামপাড়া সড়কের কাচুয়া নামক স্থানে পিকআপ ভ্যানটি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।চুনারুঘাট থানার এসআই আবু আব্দুল্লাহ জাহিদ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।