চীনে স্কুলভবন ধসে ৩ শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৫০,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক:: চীনের উত্তরাঞ্চলীয় এক শহরে প্রাইমারী স্কুলের ভবন ধসে কমপক্ষে ৩ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে এপি।
শনিবার চীনের হেবেই প্রদেশের ইয়ংকুইং শহরের এক প্রাথমিক বিদ্যালয়ে ওই দুর্ঘটনা ঘটে । তাৎক্ষণিকভাবে স্কুলভবনটি ভেঙে পড়ার কারণ জানা যায়নি। সরকারি কর্মকর্তারা এ ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে ।
চীনে সরকার নিয়ন্ত্রিত স্কুলভবনগুলো মান সম্মত না হওয়ায় সেখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে গত সোমবার দেশটির পূর্বাঞ্চলে এক স্কুলের প্রাচীরের নিচে চাপা পড়ে ৫ কিশোর নিহত হয়েছিল।