চীনে এবারও নিষিদ্ধ রোজা
প্রকাশিত হয়েছে : ১:০৮:০৪,অপরাহ্ন ১৮ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
চীনের জিনজিয়াং প্রদেশে এবছরও রোজা রাখা নিষিদ্ধ হয়েছে। প্রদেশটির চাকুরিজীবী, শিক্ষার্থী এবং শিক্ষকদের রোজা রাখতে নিষেধ করা হয়েছে। খোলা রাখতে বলা হয়েছে
হোটেলও। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এর আগেও দেশটিতে রোজা রাখতে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মুসলমানদের ওপর বিধিনিষধ আরোপ করেছিল।
গত বছর যদিও উইঘুর সম্প্রদায় সরকারি নিষেধ অমান্য করে রোজা রাখা এবং ইফতার ও সেহেরিসহ অনান্য ধর্মীয় নিয়ম পালন করেছিল। হোটেলও বন্ধ ছিল রমজান মাসে।
গত সপ্তাহে রাষ্ট্রীয় খাদ্য অধিদফতরের ওয়েবসাইটে রোজার মাসে খাবার দোকানগুলো আগের নিয়মে খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া,সরকারি কয়েকটি ওয়েবসাইটে ইসলাম ধর্ম অনুসারীদের রোজা না রাখা থেকে শুরু থেকে যে কোনও ধরনের ধর্মীয় কার্যক্রম থেকে বিরত থাকতে আহ্বান জানান হয়েছে।
এছাড়া রোজা চলাকালীন সময়ে সংঘাতপূর্ণ জিংজিয়াং প্রদেশে নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও প্রদেশটির ধর্মীয় নেতাদের জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। এ লক্ষ্যে
বিভিন্ন এলাকার মসজিদগুলো থেকে স্থানীয় মুসলমানদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান হয়।
এ বিষয়ে উইঘুর সম্প্রদায়ের নেতারা দাবি করেন, “সরকার বিভিন্ন মুসলমান পরিবারগুলোকে রোজা না রাখতে বাধ্য করছে। চীনে এ ধরনের পদক্ষেপ সরাসরি ইসলামের
সম্মানে আঘাত এবং এতে চীন-বিরোধীদের সংখ্যা বাড়াবে।”
বেইজিং কর্তৃপক্ষ বলছে, রাষ্ট্রীয় ব্যবস্থায় যে কোনও ধরনের ধর্মীয় মৌলবাদের অবস্থানের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিভিন্ন জনবহুল এলাকাগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের হামলার পেছনে উইঘুর সম্প্রদায়ের মুসলমানদের দায়ি করে আসছে দেশটির সরকার। এ
অবস্থায় যে কোনও ধরনের ধর্মীয় মৌলবাদ সরকার কঠোর ভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। তবে কারও ওপর
চাপ প্রয়োগ করে সরকার কোনও কিছু করছে না বলেও দাবি বেইজিং সরকারের।