চীনের জাহাজ ডুবির পর বহু মানুষ নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৪৯,অপরাহ্ন ০৩ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
চীনের ডুবে যাওয়া জাহাজ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে। চারশো জনের বেশি মানুষ নিয়ে জাহাজটি ডুবে যাওয়ার পর রাষ্টীয় গণমাধ্যমে বলা হচ্ছে এখন পর্যন্ত মাত্র ১৪ জনকে উদ্ধার করতে পেরেছে তারা। কর্মকর্তারা বলছেন তারা জীবিতদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখবেন কিন্তু সে আশা আস্তে আস্তে ফিকে হয়ে আসছে বলে তারা আশঙ্কা করছেন। যদি তাই হয় তাহলে এটা হবে কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে ভয়াবহ জাহাজ ডুবির ঘটনা।
তবে দেশটির যোগাযোগ মন্ত্রী বলেছেন যতক্ষণ পর্যন্ত জীবিত কাওকে উদ্ধারের একটু খানি সম্ভাবনা থাকবে ততক্ষণ আমরা একশত ভাগ চেষ্টা চালিয়ে যাবো।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ডুবে যায় জাহাজটি। ইস্টার্ন স্টার নামে ওই জাহাজটিতে ৪০৫ জন চীনা যাত্রী, ৫ জন ট্রাভেল এজেন্সি কর্মকর্তা এবং ৪৭ জন নাবিক ছিলেন।
বেশিরভাগ যাত্রীর বয়সই ৫০ থেকে ৮০ বছর। পূর্বাঞ্চলীয় নানজিং শহর থেকে দক্ষিণ-পূর্ব দিকে চং-কিং অভিমুখে যাওয়ার পথে সেটি ডুবে যায়।
সূত্র: বিবিসি