চিমনিতে আটক মহিলা জীবিত উদ্ধার!
প্রকাশিত হয়েছে : ৬:১৪:৫৪,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্ণিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা এক মহিলাকে তার সাবেক প্রেমিকের চিমনী থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করেছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, ৩৫ বছর বয়সী ওই মহিলা তার সাবেক প্রেমিকের ঘরে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু সম্মুখের দরজা বন্ধ থাকায় তিনি সাবেক প্রেমিকের বাসার কাঠ দিয়ে আগুন জ্বালানোর চিমনী বেয়ে ঘরে প্রবেশের চেষ্টা করেন। তিনি চিমনীর মধ্য দিয়ে নামার জন্য তিনি তার কাপড় চোপড় খুলে ফেলেন। কিন্তু সেখানে আটকে যান ওই মহিলা।
সকাল ৫ টার কিছু সময় আগে তার সাবেক প্রেমিক টনি হার্নেন্দেজ তার কান্নার শব্দ শুনতে পান।
হার্নেন্দেজ বলেন, আমি চিমনীর মধ্যে আটকা পড়েছি বলে চিৎকার করতে শুরু করে সে। শব্দ শুনতে পেয়ে আমি তাকে বের করার চেষ্টা করি। কিন্তু বিষয়টি এতটাই কষ্টকর ছিল যে আমি ফায়ার সার্ভিসের কর্মীদের ডাকতে বাধ্য হই।
এরপর ফায়ার সার্ভিসের ২৩ জন কর্মীর দুই ঘন্টা প্রচেষ্টায় ইট সরিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
হার্নান্দেজ বলেন, বাচ্চাদের কাছে আসা ওই মহিলা জন্য নিষিদ্ধ ছিল। কিন্তু সে বাচ্চাদের কাছে আসার জন্য যে কাজ করেছে তাতে আমি খুবই অসন্তুষ্ট। এটা আমাদের বাচ্চাদের জন্য ভালো নয়।