চিত্রনায়িকা মাহিয়া মাহির শেষ চলচ্চিত্র -অগ্নি ২
প্রকাশিত হয়েছে : ৬:২৩:৪৬,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: চিত্রনায়িকা মাহিয়া মাহি হাতে থাকা নতুন ছবি ‘অগ্নি ২’এরপর আর কোনো ছবিতে কাজ করবেন না । ৩১ জানুয়ারি নিউইয়র্কে পৌঁছে এমনটি জানিয়েছেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। খবরটা রীতিমতো আঁতকে ওঠার মতোই। সত্যিই কি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন তিনি ? কিন্তু কি কারণে তার এ সিদ্ধান্ত ?
জানতে চেয়ে যোগাযোগ করা হয় মাহির সঙ্গে। ফেসবুকে মাহি বলেন, ‘আমি এখন নিউইয়র্কে। গ্রাজুয়েশনটা শেষ করতে চাই। এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদে ভর্তি হতে এসেছি। নতুন আর কোনো ছবিতে অভিনয় করব না। তাই অগ্নি ২ হতে যাচ্ছে আমার শেষ ছবি।’
তাহলে কি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে আবারো বলেন, ‘একেবারে চলে এসেছি। ম্যানহাটনের একটি হোটেলে উঠেছি আপাতত। চলচ্চিত্রে আর কাজ করার ইচ্ছে নেই। পড়াশুনাটা ঠিকঠাক করতে চাই এখন।’
মাহি উত্তরা মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। মাহি অভিনীত ‘অগ্নি ২’ ছবিটি ২০ ফেব্রুয়ারি ব্যাংককে শুটিং শুরু হচ্ছে। এ ছবিতে মাহির সহশিল্পী থাকছেন কলকাতার ওম। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।