চাকরি করে ফ্লাট কিনা হলো ঠিকই কিন্তু মা’কে ওঠানো হলো না
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:২৫,অপরাহ্ন ২৯ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে মাকসুদুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া নিখোঁজ আছেন তার স্ত্রী রুমকী (২৮)।অথচ এপ্রিলেই মা’কে নিয়ে নতুন কেনা ফ্ল্যাটে ওঠার কথা ছিল মাকসুদুরের। কিন্তু আগুন তার স্বপ্নকে পুড়িয়ে লাশ করে দিল। তাদের খালাতো ভাই ইমতিয়াজ এ তথ্য জানিয়েছেন।
ইমতিয়াজ জানান, পুরান ঢাকার বাসিন্দা মাকসুদুর। স্বামী-স্ত্রী একই অফিসে চাকরি করতেন। পরিবারের একমাত্র ছেলে তিনি। বাবা মারা গেছেন ছোট বেলায়। সম্প্রতি মা’কে নিয়ে নতুন কেনা ফ্ল্যাটে ওঠার কথা ছিল। কিন্তু এখন সবই শেষ হয়ে গেলে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।