চাইলে আপনিও পারেন সাকিবের সঙ্গে ডিনার করতে
প্রকাশিত হয়েছে : ২:৫৯:১৩,অপরাহ্ন ২১ জুন ২০১৫
খেলাধুলা ডেস্ক::
সাকিব ভক্তদের জন্য সুখবর। সুযোগ এসেছে সাকিবের সঙ্গে গল্প করার, এমনকি ডিনার করারও! ভাগ্যবান একজন মাত্র পাবেন এই সুযোগ। সেজন্যে কঠিন কিছু করতে হবে না। সাকিবের একটি নির্দিস্ট ছবিকে দিয়ে রাখুন আপনার ফেসবুক কভার ফটোতে।
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান তার ভক্তদের জন্য এমনই একটা সুযোগ করে দিয়েছেন। নিজের ফেসবুক ফ্যানপেজের মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেছেন।
সাকিবের একটি ছবি, যেখানে লেখা রয়েছে ‘আই এম সাকিব’ । ছবিটি ভক্তদের ফেসবুক কভার ফটো হিসেবে ব্যবহার করার জন্য উৎসাহিত করা হয়েছে।
পরের কাজটা খুব কঠিন নয়। কভার ফটো হিসেবে সেট করার পর লিঙ্কটি পাঠিয়ে দিন সাকিবের ফেসবুক ফ্যানপেজে। সেখান থেকেই একজন ভাগ্যবানকে নির্বাচন করা হবে যিনি সাকিবের সঙ্গে ডিনার করার সুযোগ পাবেন।
মূলত, বাংলাদেশ দলকে উৎসাহ যোগাতেই এমন ভিন্নধর্মী উদ্যগ নেওয়া হয়েছে।