চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে আগুন, গ্রেফতার ২৫, মামলা
প্রকাশিত হয়েছে : ৯:৪২:৫৮,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
শিবগঞ্জে বিএনপি’র কর্মী পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে ২০দালের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে একটি ট্রাকে আগুন দিয়েছে পিকেটাররা। এছাড়া একই স্থানে বেশ কিছু গাছ কেটে রাস্তা অবরোধ করেছে হরতালকারীরা। এছাড়া জেলায় নাশকতার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে হরতালের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর বাজারের কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদগামী ঢাকা মেট্রো ড-১৪-৫৫৬৫ একটি ট্রাকে পিকেটাররা আগুন লাগিয়ে দেয়।
এদিকে রাস্তায় অবরোধের কারণে সোনামসজিদ স্থল বন্দরে কাঁচা পণ্যসহ বিভিন্ন পণ্য দু’শতাধিক ট্রাক আটকা পড়েছে। সকাল ৯টার দিকে ভারতের মহদিপুর স্থল বন্দর থেকে কিছু পণ্যবাহী ট্রাক জিরো পয়েন্টের কাছে এসে থেমে যায়। স্থল বন্দর এলাকায় ব্যবসায়ীদের মত পার্থ্যকের কারণে ভারত থেকে কোন কাঁচা পণ্য ভর্তি ট্রাক সোনামসজিদ স্থল বন্দরে প্রবেশ করেনি। তবে কিছু ছাই, পাথরের গাড়ি প্রবেশ করলেও সোনামসজিদ বন্দরে পানামার অভ্যন্তেরে কোন শ্রমিকসহ কোন সংগঠনের লোকজন নেই।
সোনামসজিদ স্থল বন্দরে একজন সহকারী কমিশনার কাষ্টমসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু ছাই, পাথর ভর্তি গাড়ি প্রবেশ করলেও লোকজন নেই। গতকাল সোমবার ভারত থেকে আমদানিকৃত কাঁচা পণ্য আটকা পড়েছে।
অন্যদিকে মঙ্গলবার সকাল থেকে হরতালের কারণে চাঁপাইনবাবগঞ্জের কোন রুটে যানবাহন চলাচল করেনি, দোকান-পাট, সরকারি অফিস গুলি ছিল লোক শূণ্য। সর্তক অবস্থায় ছিল পুলিশ ও বিজিবি।
উল্লেখ্য, সোমবার বিকেলে কানসাট মোড়ে ১৪৪ ধারা ভঙ্গ করে ২০ দলীয় জোট কালো পতাকা মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এই সংঘর্ষে পুলিশের গুলিতে আহত হয় প্রায় ৩০ জন। এর মধ্যে বিএনপি’র কর্মী জমশেদসহ তিনজনের অবস্থা আংশকা হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জমশেদ আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। অন্যান্য আহতরা শিবগঞ্জ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়ে চলে যায়।
এদিকে গতকাল সোমবার কানসাটের ঘটনায় শিবগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক ভাবে এক’শ জনের নাম উল্লেখ্য করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মো. শাহজাহান মিঞা, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শহিদুল হক হায়দারী (শহিদ মিঞা) এর নাম উল্লেখ করে আরও প্রায় দুই থেকে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেছে।