চাঁদা দাবি ও হত্যার হুমকি পেয়ে ছাতকের জাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মামলা : আসামি ৬জন
প্রকাশিত হয়েছে : ১০:২৭:১৭,অপরাহ্ন ০৫ জুন ২০১৭
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ আহমেদ ৪ জুন চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ায় স্থানীয় ৬জন স্থানীয় প্রতিপক্ষের নামে মামলা করেছেন৷ মামলার এজহারে তিনি আসামীদের বিরোদ্ধে অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবী ও তাকে হত্যার হুমকির কথা উল্লেখ করেন। মামলার আসামীরা হলেন, রুবেল সাদ্দাম(২৯) পিতা আব্দুল বারি, আব্দুর রোফ(২৫) পিতা আলতাব আলী, আকিক মিয়া (২১) পিতা লাল মিয়া, জসিম মিয়া(২৩) পিতা উলফত আলী, আকরম আলী (২০) পিতা ছমক আলী, ময়না মিয়া(২৪) পিতা মৃত সিকন্দর আলী, বিনন্দপুর।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় ইউনিয়ন পরিষদের অনিয়ম ও দূর্নিতীর অভিযোগে স্থানীয় যুবকরা চেয়ারম্যানের অফিসে স্মারকলিপি দিতে গেলে চেয়ারম্যানের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
পরবর্তীতে ইউপি মেম্বারদের মধ্যস্ততায় পরিস্থিতি শান্ত হয়। মামলার বাদি মুরাদ আহমেদ জানান, আসামীরা আমার অফিসে ডুকে অস্ত্র ঠেকিয়ে দুইলক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি চাদা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয় তারা।
প্রাণনাশের আশংকায় মামলা করেছেন বলে তিনি জানান।
ছাতক থানার অফিসার ইনচার্জ আবু তাহের মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।