চাঁদাবাজিতে পুলিশ বাহিনীর সদস্য জড়িত হলে কঠোর ব্যবস্থা
প্রকাশিত হয়েছে : ১:০১:০৪,অপরাহ্ন ১৭ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: চাঁদাবাজিতে পুলিশ বাহিনীর সদস্য জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে যা যা করণীয়, আমরা তাই করছি। এ সময় কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ব্যঙ্গ করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কটূক্তি করে ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার জন্য বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
আমু আরও বলেন, বিএসএফের সহযোগিতায় ভারত থেকে ফেনন্সিডিল আসা অনেকাংশে কমেছে। ইয়াবা আসা বন্ধে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।