চলে যেতে হলো স্কুলশিক্ষার্থীদের
প্রকাশিত হয়েছে : ৬:৫৭:০৪,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয় ঘেরাও করলে পুলিশের হস্তক্ষেপে চলেযেতে হয তাদের।
আজ (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশত শিক্ষার্থী গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে ৮৬ নম্বর রাস্তায় অবস্থান নেন। এমন পরিস্থিতিতে খালেদার কার্যালয় এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে তারা চলে যায়।
জানা যায়, পরীক্ষার মধ্যেও অবরোধ ও হরতাল কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করে তারা।
বিএনপি নেত্রীর কার্যালয় অভিমুখে আসা শিক্ষার্থীরা বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক ওমর ফারুক বলেন, আমরা বলতে এসেছি আমাদের বাচ্চাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই।
উত্তর বাড্ডা বালুচর স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা কোনো স্মারকলিপি নিয়ে আসিনি, শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ চাইতে এসেছি। আমাদের ছেলেমেয়েরা যেন নির্বিঘে এসএসসি পরীক্ষা দিতে পারে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান লেখা সম্বলিত পোস্টার বহন করে। এসব পোস্টারে ‘আমাদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’, ‘আমাদের শিক্ষা নষ্ট করো না’, ‘আমাদেরকে পেট্রোলবোমা মেরো না’ শ্লোগান লেখা ছিল।