চলে গেলেন সেক্স গডেস সিলভিয়া অনিতা একবার্গ
প্রকাশিত হয়েছে : ৬:৪৩:৪৩,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক:: ১১ জানুয়ারী ৮৩ বছর বয়সে চলে গেলেন ফেলিনির সিলভিয়া অনিতা একবার্গ। ফেলিনির লা দোলচে ভিতাতে তার অভিনয় সত্যিকার অর্থেই নিউ ওয়েভ এনেছিল সিনেদুনিয়ায়।
সিনেমায় তখন নতুন ঘরানার পদধ্বনী শোনা যাচ্ছে। ঠিক এরকম সময় ১৯৬০ সালে এসেছিল ফ্রেডরিকো ফেলিনির ছবি লা দোলচে ভিতা। ছবিতে অনিতার চরিত্রের নাম ছিল সিলভিয়া। একটি দৃশ্যে ঝরণাধারায় ভিজতে দেখা যায় ছবির সিলভিয়াকে। সাদা-কালো সেই দৃশ্যের আবেদন সারা বিশ্বকে নাড়িয়ে দেয়। এই দৃশ্যই হলিউডে তাকে এনে দেয় ‘সেক্স গডেস’-এর তকমা।
সুইডেনের বাসিন্দা অঙ্কিতা ২০ বছর বয়সে পান মিস সুইডেন খেতাব। তারপর অভিনয়ের টানে চলে আসেন আমেরিকায়। সেখান থেকে ইটালিতে দেখা করেন পরিচালক ফেলিনির সঙ্গে। সৃষ্টির সেরা যে নারীকে ছবির জন্য খুঁজছিলেন পরিচালক, তাকেই পেয়ে গেলেন অনিতার মধ্যে। বাকিটা তো ইতিহাস।
দীর্ঘদিন ভুগছিলেন শারীরিক অসুস্থতায়। ১১ জানুয়ারী ভোরে পরলোকের পথে পাড়ি দেন মর্ত্যের এই ‘সেক্স গডেস’।