চলে গেলেন সাবেক সচিব ফয়জুর রাজ্জাক
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:১০,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
সাবেক সচিব এম ফয়জুর রাজ্জাক মারা গেছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন।
তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন। বিদেশে থাকা দুই মেয়ে ফিরলে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। সিএসপি কর্মকর্তা ফয়জুর রাজ্জাক কর্মজীবনে নির্বাচন কমিশন এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবের পাশাপাশি গুরুত্বপূর্ণ বহু পদে ছিলেন।
১৯৪৩ সালে সুনামগঞ্জে জন্ম নেয়া ফয়জুর রাজ্জাক ১৯৬৬ সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি শেষে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। পরে তিনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে জন প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটীর শিল্প করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী ফয়জুর রাজ্জাক বাংলাদেশ শিল্প অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের পদেও ছিলেন। ২০০১ সালে চাকরি থেকে অবসরে যাওয়ার পর তিনি স্থানীয় সরকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ এশীয় উন্নয়ন ব্যাংকের নির্বাহী পরিচালক ছিলেন তিনি।